বালকদের হ্যান্ড বল প্রশিক্ষণ সমাপ্ত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষে বালকদের হ্যান্ডবল প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা ক্রিড়া অফিস বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৩-১৪ এর আওতায় এই প্রশিক্ষনের আয়োজন করে। ৩ সপ্তাহব্যাপী প্রশিক্ষনে জেলার অনুর্ধ্ব ১৬ বছরের ৩০ জন বালক অংশ গ্রহণ করে।
প্রশিক্ষণ শেষে মঙ্গলবার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা হ্যান্ডবল কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না। এসময় জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হুমায়ন কবির লুকুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।