সোনামসজিদে বিজিবি বিএসএসফ’র মধ্যে সীমানত্ম বৈঠক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমানেত্ম বৃহস্পতিবার বিজিবি ও বিএসএসফ’র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমানত্ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে বিজিবি’র সোনামসজিদ সীমানত্ম ফাঁড়ির সম্মেলন কড়্গে অনুষ্ঠিত বৈঠকে বিজিবি’র ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মজিবুল হক সিকদার। বিএসএফ’র ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ’র ২০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী প্রেম সিং। এতে বিজিবি’র ৯ ব্যাটালয়িনের অধিনায়ক লে, কর্ণেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক, ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল রফিকুল হাসান, ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল আনোয়ারম্নল আলম এবং বিএসএফ’র ১১৪ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট এইচ এইচ স্মীথ, ৩১ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট শ্রী খুশাল, মালদা সেক্টরের স্টাফ অফিসার দীপক মাঝি অংশ নেন। বৈঠকে সীমানেত্ম সম্প্রীতি বজায় রাখা, চোরাচালান, মাদক ও নারী-শিশু পাচার প্রতিরোধসহ দ্বিপাড়্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে বিজিবি’র রাজশাহী সেক্টরের ৪ ব্যাটালিয়নের কর্মকর্তা ও অপর প্রানেত্মর বিএসএফ’র ৪ ব্যাটালিয়নের কর্মকর্তারা অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি চলা বৈঠকে উভয় পড়্গের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে বলে বিজিবি কর্মকর্তারা জানান।