শিবগঞ্জে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার দেওয়ানজায়গির গ্রামে শুক্রবার রাতে সুমি আক্তার(২২) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সুমি ওই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী রহিম(৩০) পলাতক রয়েছে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান ও স্থানীয় সুত্রে জানাযায়, শুক্রবার সকালে ঘরে তালা দিয়ে বেরিয়ে যায় স্বামী রহিম। এর পর সারা দিন পার হয়ে গেলেও রহিম ও সুমির কোন খোঁজ না পয়ে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এক পর্যায়ে সন্ধ্যার পর স্বজনরা ঘরের তালা ভেঙ্গে দেখে সুমির মৃতদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে সুমির মৃতদেহ উদ্ধার করে। দাম্পত্য কলহের জের ধরে সুমিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি এবং কেই আটক হয়নি।

,