এসএসসি’র ফলাফলে এবারও হরিমোহন শীর্ষে

চাঁপাইনবাবগঞ্জে এসএসসির সার্বিক ফলাফলে এবারো শীর্ষে রয়েছে জেলার অন্যতম মাধ্যমিক বিদ্যাপিঠ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়।
শিড়্গা বোর্ড সূত্র জানিয়েছে, শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ ও পাসের হারের ভিত্তিতে সেরা দশের তালিকায় এই বিদ্যালয় জেলায় শীর্ষে রয়েছে। হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার ২৫৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫২ জন। এদের মধ্যে জিপিএ-৫  পেয়েছে ২০১ জন। এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পাওয়া সার্বিক ফলাফলে জেলায় দ্বিতীয় অবস'ানে রয়েছে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের ৬৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৬৮ জন জিপিএ-৫ নিয়ে তৃতীয় অবস'ানে রয়েছে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৩০ জন জিপিএ-৫ ও শতভাগ পাস নিয়ে আছে চতুর্থ অবস'ানে। মহিপুর উচ্চ বিদ্যালয় থেকে ২৩ জন, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় থেকে ৫৫ জন, রহনপুর প্রসাদপুর বালিকাউচ্চ বিদ্যালয় থেকে ৩৮ জন, মহরাজপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩১ জন, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫ জন এবং রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৭জন জিপিএ-৫ পেয়ে জেলায় সেরা দশে স'ান করে নিয়েছে। এছাড়া বিদ্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে জানাগেছে, চরমোহনপুরউচ্চ বিদ্যালয় থেকে শতভাগ পাসসহ ২৫ জনজিপিএ-৫, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাসসহ ১৪ জন জিপিএ-৫, রাজারামপুরহামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ২৪ জিপিএ-৫, দাদনচনক উচ্চ বিদ্যালয় থেকে ২১জন,চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১২জন ও নাচোল খ ম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭জন,ভোলাহাটের সবজা উচ্চবিদ্যালয় থেকে ১৫ জন জিপিএ-৫, রাণীহাটি উচ্চ বিদ্যালয় থেকে ৮জস, হরিনগর উচ্চ বিদ্যালয় থেকে ২৪জন, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৬জন, হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যারয় থেকে ১০জন, বিনোদপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৮জন, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন, হাসিনা বালিকা উচ্চ বিদ্যায় থেকে ১৭ জন,  পেয়েছে।