দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান

চাঁপাইনবাবগঞ্জে সোমবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে বালিয়া ডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই সভার আয়োজন করে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার, উপ-পরিচালক ও জেলা সমন্বয়ক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সাবেক সহকারি পুলিশ সুপার আতাউর রহমান, অধ্যক্ষ সাইদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মসিউল করিম বাবু, শিক্ষিকা রওশন আরা, জাইকার স্বেচ্ছাসেবক এ্যারিকো আন্দো প্রমুখ। বক্তারা দেশকে দুর্নীতি মুক্ত করতে তরুণপ্রজন্মের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, দুর্নীতির মূল উৎপাটন করতে হলে এখন থেকেই তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সুধীজনসহ জেলা  ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী শপথবাক্য  পাঠ করানো হয়। শেষে গম্ভীরা গানের আয়োজন করা হয়।

,