শিবগঞ্জে দাবা প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৩-১৪’র অংশ হিসেবে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল অডিটোরিয়ামে অ-১৬ বালক ও বালিকাদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েঝে। তৃণমুল পর্যায় থেকে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ২৫জন বালক ও বালিকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বালক ক-গ্রুপে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের আলমগীর হোসেন চ্যাম্পিয়ান ও শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মো. ফয়সাল বাদসা রানার আপ হন। বালক খ-গ্রুপে চ্যাম্পিয়ান হন শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের ওয়াহিদ হাসান  ও রানার আপ হন শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মো. সানাউল্লাহ। বালিকা গ-গ্রুপে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসা. মাহ্ফুজা খাতুন চ্যাম্পিয়ান  ও শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মোসা. সৌরভী আক্তার জাহান রানার আপ হন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্রীড়া শিক্ষক হারুন-অর-রশিদ। বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার। পরে পুরস্কার বিতরণ করেন, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান। এ সময় ক্রীড়া শিক্ষক ফিরোজুল ইসলাম, সোহেল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

,