ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালনের অংশ হিসেবে মানববন্ধন
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের অংশ হিসেবে ভোলাহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রোববার সততা সংঘের সদস্য ও শিক্ষার্থীদের বণার্ঢ্য র্যালী, মানববন্ধন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এলাকায় মানবন্ধন করেন। এ সময় উপজেলা দূর্নীতি কমিটির সভাপতি আলহাজ্ব হাসান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আরিফা সুলতানা স্বপ্না, সদস্য মাওলানা আব্দুল কাদের, সাংবাদিক গোলাম কবির, সাইদুর রহমান, সততা সংঘের পরামর্শক এম কোরবান আলী, শিক্ষিকা নুরুন নাহার প্রমূখ। পরে নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ হতে ৮ম শ্রেনী “ক” গ্রপ দুনীর্তির কুফল ও তার প্রতিকার এবং ৯ম হতে দশম শ্রেনী “ খ ” গ্রুপ দুর্নীতি সকল অগ্রগতির অন্তরায় বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিাত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।