জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে শিক্ষা মেলা
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের পিটিআই প্রাঙ্গনে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই মেলার আয়োজন করে। সকালে মেলার উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যেল মধ্যে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার আল ইমরান, সহকারী শিক্ষা অফিসার গোলাম নবী প্রমুখ। এ সময় পিটিআই’র সুপারিনটেনডেন্ট মোহাম্মাদ সানাউল্লাহ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর। আপনাদেরকে আরো পরিশ্রমী হতে হবে। কোন শিশু যাতে ঝরে না পড়ে সে দিকে বিশেষ নজর দিতে হবে।
পরে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে মেলায় অংশগ্রহণকারী স্টল গুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় পিটিআই, সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা শিক্ষা অফিস এবং ব্র্যাক শিক্ষা শাখার স্টলে শিক্ষামূলক বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, আপনারা মানুষ গড়ার কারিগর। আপনাদেরকে আরো পরিশ্রমী হতে হবে। কোন শিশু যাতে ঝরে না পড়ে সে দিকে বিশেষ নজর দিতে হবে।
পরে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে মেলায় অংশগ্রহণকারী স্টল গুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় পিটিআই, সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা শিক্ষা অফিস এবং ব্র্যাক শিক্ষা শাখার স্টলে শিক্ষামূলক বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।