৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে ৩দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার বশির আহম্মেদ পিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কেএম কামরুজ্জামান সেলিম, এ সময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল। কিন্তু প্রধান মন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল ব্যবস্থা চালু করে প্রমান করেছেন, ইচ্ছে থাকলে ভাল কাজ কাজ করা যায়। দেশ আজ এগিয়ে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ গুলোতে চালু করা হয়েছে তথ্য সেবা কেন্দ্র। যেখানে বসে গ্রামের মানুষ সকল প্রকার সেবা পাচ্ছে।
মেলায় গ্রামীণ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ৫ উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮টি স্টলে ই সেবা সম্পর্কিত বিষয় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রীকেট খোলা বড় পর্দা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।