সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে ৪৪ প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে শনিবার চেয়ারম্যান পদে ১৯ জন ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচনের জেলা রির্টানিং অফিসার ও ¯^ ¯^ উপজেলার সহকারী রির্টানিং অফিসাদের কাছে তারা মনোনয়ন পত্র জমা দেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেছেন, আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদে এ্যাড. সামশুল হক, ভাইস চেয়ারম্যান পদে আবু সুফিয়ান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ সাকিনা বেগম পারুল। বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদে তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান পদে রহমত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা বেগম। জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদে মোখলেশুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে মাওলানা সোহরাব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়াসমীন আরা বেগম। জাসদের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন নিয়ামুল হক, ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম। এর আগে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরের ছাত্রলীগের সাবেক কর্মী রোকনুজ্জামান রোকন।
শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে এ্যাডভোকেট আতাউর রহমান (আওয়ামীলীগ), আশরাফুল হক (বিএনপি), কামাল উদ্দিন (বিএনপি), মাওলানা কেরামত আলী (জামায়াত) এবং জাতীয় পার্টির মোঃ মাহিদুর রহমান।  ভাইস চেয়ারমান পদে হারুনুর রশিদ মান্টু (আওয়ামীলীগ), শরিকুুল ইসলাম (বিএনপি), শহিদুল হক হায়দারী শহিদ মিঞা (বিএনপি), খাইরুল ইসলাম (বিএনপি) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুরজাহান বেগম (আ’লীগ), সায়েমা খাতুন (বিএনপি) রয়েছেন।
ভোলাহাট উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত  আশরাফুল হক চুন্নু, বিএনপি সমর্থিত ইয়াজদানী আলিম আলরাজী জজ ও মাযহারুল ইসলাম পুতুল, আনোয়ারুল ইসলাম, বাবর আলী বিশ্বাস, মোজাম্মেল হক চুটু, কাওসারুল ইসলাম রঞ্জু, আব্দুল মতিন ও আব্দুর রশিদ। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রভাষক রাব্বুল হোসেন, আতাউর রহমান রজব ও বিএনপি সমর্থিত একরামুল হক এবং জামায়াত সমর্থিত ডাঃ লোকমান আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত সুরাইয়া বেগম ডলি, রেশমাতুল আরশ, বিএনপি সমর্থিত খাইরুন নেসা, রমেশা বেগম, সুলতানা রাজিয়া, আফরোজা বেগম, কোহিনুর বেগম, সামসুন্নাহার।