খুদি চেয়ারম্যান স্মৃতি ভলিবল লীগ শুরু
শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সলেমান বাজার সংলগ্ন মাঠে খুদি চেয়ারম্যান স্মৃতি ভলিবল লীগ শুরু হয়েছে। আজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ব্যবসায়ী তৈমুর রহমান মংলু। উদ্বোধনী খেলায় মধুমতি কো-অপারেটিভ সোসাইটি ভলিবল দল ১২১-৬০ পয়েন্টের ব্যবধানে ভোলাহাট বড়গাছি দলকে পরাজিত করে। এবারের লীগে চারটি দল অংশগ্রহণ করছে।