বর্বরতা> এবার নারী ইউপি সদস্যের হাত পায়ের রগ কেটেছে দূর্বৃত্তরা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কলাবাড়ি ধোবপুকুর এলাকায় এবার দূর্বৃত্তরা এক নারী ইউপি সদস্য ও আওয়ামীলীগ কর্মীর হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। এসময় দূর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করেছ। বর্বর এ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়।
আহত আওয়ামীলীগ কর্মীর নাম নূরজাহান বেগম। সে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ছটার দিকে নুরজাহান শিবগঞ্জ থেকে বাড়ি ফিরছিল। কলাবাড়ি ধোবপেুকুর এলাকায় একদল দূর্বৃত্ত তাকে আটকিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করে। তারা তার হাত ও পায়ের রগ কেটে দেয়। এ সময় নুরজাহানের শরীরের বিভিন্ন অংশেও কুপিয়ে যখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স্রের চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, দুর্বৃত্তরা নূরজাহান বেগমের ডান হাত ও বাম পায়ের রগ কেটে দিয়েছে ও ডান পা ভেঙে ফেলেছে।
এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অপারেশন করা হয়েছে। রামেক হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. বিকে দাম জানান, নূরজাহান বেগমের অবস্থা সংকটাপন্ন। তার ডান হাত ও বাম পায়ের রগ কেটে গেছে। বুকের নিচে অনেকটা অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর ফলে অতিরিক্ত রক্ত¶রণ হয়েছে। এ কারণে তার অবস্থা সংকটাপন্ন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান দূর্বৃত্তদের হামলার ঘটনার কথা ¯^ীকার করে বলেন, একদল দূর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করেছে। তবে তিনি হাত পায়ের রগ কাটার কথা অ¯^ীকার করেন। তিনি জানান, হামলাকারীদের ধরতে পুলিশী অভিযান শুরু হয়েছে।
এদিকে একটি সন্ত্রাসী মামলায় মঙ্গলবার মোবারকপুর ইউনিয়ন বিএনপি নেতা তরিকুল ইসলামকে গ্রেফতার করা হলে ¶িপ্ত হয়ে তরিকুলের লোকজন ওয়ার্ড সদস্য নূরজাহানকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় আওয়ামীলীগ কর্মী খাদিজা বেগম অভিযোগ করেন, বিএনপি কর্মীরাই এলোপাতাড়ি কুপিয়ে নুরজাহানকে আহত করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-১৩
আহত আওয়ামীলীগ কর্মীর নাম নূরজাহান বেগম। সে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ছটার দিকে নুরজাহান শিবগঞ্জ থেকে বাড়ি ফিরছিল। কলাবাড়ি ধোবপেুকুর এলাকায় একদল দূর্বৃত্ত তাকে আটকিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করে। তারা তার হাত ও পায়ের রগ কেটে দেয়। এ সময় নুরজাহানের শরীরের বিভিন্ন অংশেও কুপিয়ে যখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিবগঞ্জ উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স্রের চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, দুর্বৃত্তরা নূরজাহান বেগমের ডান হাত ও বাম পায়ের রগ কেটে দিয়েছে ও ডান পা ভেঙে ফেলেছে।
এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অপারেশন করা হয়েছে। রামেক হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. বিকে দাম জানান, নূরজাহান বেগমের অবস্থা সংকটাপন্ন। তার ডান হাত ও বাম পায়ের রগ কেটে গেছে। বুকের নিচে অনেকটা অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর ফলে অতিরিক্ত রক্ত¶রণ হয়েছে। এ কারণে তার অবস্থা সংকটাপন্ন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান দূর্বৃত্তদের হামলার ঘটনার কথা ¯^ীকার করে বলেন, একদল দূর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করেছে। তবে তিনি হাত পায়ের রগ কাটার কথা অ¯^ীকার করেন। তিনি জানান, হামলাকারীদের ধরতে পুলিশী অভিযান শুরু হয়েছে।
এদিকে একটি সন্ত্রাসী মামলায় মঙ্গলবার মোবারকপুর ইউনিয়ন বিএনপি নেতা তরিকুল ইসলামকে গ্রেফতার করা হলে ¶িপ্ত হয়ে তরিকুলের লোকজন ওয়ার্ড সদস্য নূরজাহানকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় আওয়ামীলীগ কর্মী খাদিজা বেগম অভিযোগ করেন, বিএনপি কর্মীরাই এলোপাতাড়ি কুপিয়ে নুরজাহানকে আহত করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-১৩