শিবগঞ্জে এনামুল হত্যা> তিনদিন পর মামলা করল পুলিশ, চারজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা এনামুল হককে পুড়িয়ে মারার ঘটনায় তিনদিন পর মামলা দায়ের করেছে পুলিশ। নিহতের পরিবার থেকে মামলা দায়ের না করায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। 
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, শিবগঞ্জ থানার এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামী করা হয়েছে। পুলিশ এই মামলার এজাহার নামীয় একজনসহ চারজনকে গ্রেপ্তার  করেছে। 
সোমবার সন্ধ্যায় বিএনপির এক কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে শিবগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য এবং উপজেলা শিল্প ও বনিক সমিতির সভাপতি এনামুলের দোকানে হামলা ও অগ্নিসংযোগ করে বিএনপি কর্মীরা। এসময় ভেতরে আটকে পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান এনামুল। ওইদিনই রাত ১১ টার দিকে দোকানের ধ্বংসস্তুপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

,