নাচোলে কৃষকদের নেতৃত্বে পুকুর খনন

নাচোল প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের সুখান দিঘি গ্রামে সমাজ ভিত্তিক পুকুরটি স্থানীয় কৃষকদের নেতৃত্বে খনন শুরু হয়েছে। শনিবার বিকেলে নাচোলে বেসরকারী উন্নয়ন গবেষনা সংস্থা বারসিক এর অর্থায়নে পুকুরটির আনুষ্ঠানিক খনন কাজ শুরু হয়। খনন কাজের উদ্বোধন করেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা খাতুন, নেজামপুর ইউপিচেয়ারম্যান আব্দুল আওয়াল, নাচোল ডিগ্রি কলেজের প্রভাষক শফিকুল আলম, বারসিক নাচোল রিসোর্স সেন্টারের সমš^কারী জাহিদ আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।  শুকান দিঘি গ্র্রামের সমšি^ত শ্রম, প্রচেষ্ঠা ও বারসিক নাচোল রিসোর্স সেন্টারের অর্থায়নে খননকৃত  সমাজ ভিত্তিক পুকুরটি মাছ চাষ এবং  পরবতী অর্থ  গ্রামের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে ব্যবহার করা হবে বলে জানা যায়। 

,