নাচোলে চেয়ারম্যান পদে জামায়াতের একজন হলেও আওয়ামীলীগ ও বিএনপি’র দু’জন করে মনোনয়ন দাখিল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। শনিবার শেষ দিনে সহকারী রিটানিং কর্মকর্তা ও নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আক্তার র“মির কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। মনোনয়ন পত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেমিম।
দখিল করা মনোনয়ন পত্রের মধ্যে রয়েছে, চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন।
দিনভর ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে চেয়ারম্যান পদে আওয়ামীলীগে নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুবলীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল শামীম, নাচোল উপজেলা বিএনপি’ সাধারণ সম্পাদক এম মজিদুল হক ও নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আবু তাহের খোকন এবং নাচোল উপজেলা জামায়াতের নায়েবে আমীর নাচোল উপজেলা চেয়ারম্যান এ্যাড. সেরাজুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত মজিবুর রহমান, আসলাম হোসেন, বিএনপি সমর্থিত দুরুল হোদা, সফিকুল ইসলাম এবং জামায়াত সমর্থিত ইয়াকুব আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রতিমা রাণী, বিএনপি সমর্থিত রাসেদা খাতুন ও নাজমা খাতুন, জামায়াত সমর্থিত প্রার্থী রেহেনা খাতুন  এবং ¯^তন্ত্র হিসেবে নাজরিন খাতুন ও সখিনা খাতুন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।