খুদি চেয়ারম্যান স্মৃতি ভলিবল লীগ

শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে অনুষ্ঠিত খুদি চেয়ারম্যান স্মৃতি ভলিবল লীগের আজকের খেলায় জয় পেয়েছে ভোলাহাট বড়গাছি ভলিবল দল । আজ তারা ৭০-৩১ পয়েন্টের ব্যবধানে গোয়াবাড়ী চাঁদপুর ভলিবল দলকে পরাজিত করে। আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে বিজয়ী দলের ইকবাল।