২য় বিভাগ ফুটবল লীগ

চাঁপাইনবাবগঞ্জ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ২য় বিভাগ ফুটবল লীগের আজকের খেলায় জয় পেয়েছে আলীনগর জনকল্যাণ সংঘ ও বালিয়াডাঙ্গা অ্যাথলেটিক ক্লাব। আজ দিনের প্রথম খেলায় আলীনগর জনকল্যাণ সংঘ টাইব্রেকারে ৩-০ গোলে রাণীহাটি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলাটি ১-১ গোলে ড্র ছিল। দিনের অপর খেলায় বালিয়াডাঙ্গা অ্যাথলেটিক ক্লাব ৩-২ গোলে এনপিসিসিকে পরাজিত করে। বিজয়ী দলের আলী বাবু হ্যাট্রিক করার গৌরব অর্জন করে।