রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য মাস্টার্স কোর্স চালু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দুই বছর মেয়াদি সান্ধ্য মাস্টার্স কোর্স চালু হতে যাচ্ছে। জানুয়ারি ২০১৪ সেমিস্টার থেকে এ কোর্সে শি¶ার্থী ভর্তি করা হবে। দেশ-বিদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞানসহ যেকোনো ডিসিপ্লিনে ন্যূনতম স্নাতক (সম্মান অথবা পাস) ডিগ্রিধারীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ০৬ জানুয়ারি ২০১৪থেকে ২৩ জানুয়ারি ২০১৪-এর মধ্যে আবেদনপত্র সংগ্রহ করতে এবং জমা দিতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে ৫০০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করে জমা দেয়া যাবে। এই কোর্সে আসনসংখ্যা ৫০টি। চার কিস্তিতে মোট এক লাখ টাকা কোর্স ফি প্রদান করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিভাগে যোগাযোগ করা যেতে পারে (ফোন: ০৭২১-৭৬১১১৩৬  মোবাইল: ০১৭১২১৪০৭৭২, ০১৭১৮৫৪০৮৪১, ০১৭২৭৩১৮০২৭)।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সান্ধ্য মাস্টার্স কোর্সে তাত্তি¡ক ও হাতে-কলমে প্রশি¶ণ দেওয়া হবে। চালু হতে যাওয়া সান্ধ্য মাস্টার্স কোর্সে অংশগ্রহণকারীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট অর্জনসহ বিভিন্ন মিডিয়া-হাউজে হাতে-কলমে প্রশি¶ণের সুযোগ পাবেন, যা পরবর্তী সময়ে তাদের পেশাগত কাজে সহায়ক হবে।