ভোটের দিন ছুটি নেই ৫ জেলায়
জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার সবগুলো আসনে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জিতে যাওয়ায় সেগুলোতে নির্বাচন হবে না।
এর বাইরে ৫৯ জেলার মানুষ আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ছুটি পাবেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে
বলা হয়, জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর ছাড়া ৫৯ জেলায়
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায়
কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আগামী ৫ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা
করা হয়েছে।
ওই পাঁচটি জেলার সবগুলো আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী জিতে যাওয়ায় সেগুলোতে নির্বাচন হবে না।