নির্বাচনী প্রচারে গিয়ে তোপের মুখে এমপি জিয়া

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী গোলাম মোসত্মাফা বিশ্বাসের ভোলাহাটের নির্বাচনী জনসভায় যোগদিতে গিয়ে দলীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন সংসদ সদস্য জিয়াউর রহমান। শুক্রবার বিকেলে ভোলাহাট মোহবুলস্নাহ কলেজ মাঠে আয়োজিত জনসভাস'লে এ ঘটনা ঘটে।
প্রত্যাড়্গদর্শী ও স'ানীয় সূত্র জানায়, বিকেলে কলেজ মাঠের জনসভা মঞ্চে জিয়াউর রহমান উঠার সময় সুবিধা বঞ্ছিত দলীয় নেতাকর্মীরা বিড়্গুব্ধ হয়ে উঠে। এ সময় হট্টগোলের সৃষ্টি হলে পুলিশ সদস্যরা দ্রম্নত ঘটনাস'লে এসে এমপি জিয়াউর রহমানকে কলেজের ভেতরে নিয়ে আসেন। পরে পরিসি'তি শানত্ম হলে তিনি আবারও মঞ্চে এসে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন এবং আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
আওয়ামীলীগের ভোলাহাট উপজেলা নির্বাচনী কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস-ফা বিশ্বাস, সংরক্ষিত মহিলা এমপি এ্যাড. শওকতারা বেগম, আওয়ামীলীগ নেতা এ্যাড. আফসার আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. আশরাফুল হক চুনু, রাজশাহী জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওয়াজেদ আলী, নাচোল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল কাদের, জেলা আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক রাব্বুল হোসেন প্রমূখ।

,