শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শান্তি মোড়ে সমাবেশ মিলিত হয়।
সমাবেশ বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি তোহরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ ও সেক্রেটারি ইউসুফ আল গালি।
সমাবেশ অনতিবিলম্বে স্থগিতাদেশ প্রত্যাহার করে শাকসু নির্বাচনের জোর দাবি জানান বক্তারা। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ২১ জানুয়ারি ২০২৬

