হাদির মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ‘ছাত্র জনতার মঞ্চ’ এর ব্যানারে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
জানাজা শেষে শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা হাদী হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গায়েবানা জানাজায় জামায়াত নেতা অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক এমপি মো. লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারিসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
এদিকে শিবগঞ্জ ও গোমস্তাপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ ডিসেম্বর ২০২৫

