চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ



চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।

রবিবার ভোরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্ত দিয়ে দুই দফায় তাদের বাংলাদেশে পুশইন করা হয়। 
পরে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬বিজিবি) তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।

আটকদের মধ্যে  ৫ পুরুষ ও ১০ নারী। তাদের মধ্যে ২জন  শিশু রয়েছে।

তারা হলেন- নজরুল (৪৭), আলমাস আহমেদ (৩৬), অহিদ সরকার (৩৮), রাকিব (৯), আঃ খালেক (৫৫), সালমা বেগম (৪০), রুনা( ৩৬), ছুফিয়া বেগম (৪০),জরিনা বেগম (৩০), পারভিন (৪৮), রিয়া পলি (১৩), নাসিমা খাতুন(৩৮), ফরিদা বেগম (৪০), ফতেজা আক্তার (৩৬), বিথি খাতুন (৯)।

তাদের দাবি, তারা ঢাকা, খুলনা, সাতক্ষীরা,মানিকগঞ্জ,যশোর,নড়াইল জেলার বাসিন্দা।

পুলিশ, বিজিবি  ও স্থানীয় সূত্রে জানা গেছে , আটকরা দীর্ঘদিন যাবত ভারতে অবৈধভাবে অবস্থান করছিল। ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের ইটাঘাটা ক্যাম্পের সদস্যরা গোমস্তাপুরের বিভিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।

রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান জানান,  ভোরে সীমান্ত দিয়ে ভারত ১৫ জনকে পুশইন করেছে। তারা বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় বিজিবি তাদেরকে আটক করে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) বিভিষন ক্যাম্পের কমাণ্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বলেন, ভোরে সীমান্তে টহলের সময় ওই ১৫ জনকে দেখতে পায় বিজিবি সদস্যরা। এ সময় তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। তাদেরকে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, পুশ-ইনের শিকার বাংলাদেশি নাগরিকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ ডিসেম্বর ২০২৫