এরফান আলী ছিলেন সফল ব্যবসায়ীক ও মানবিক এক মানুষ - নাগরিক স্মরণসভায় বক্তারা




চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এরফান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম এরফান আলীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত নাগরিক স্মরণসভায় আলোচকরা তুলে ধরলেন তাঁর নানান মানবিক গুণাবলি। 
বক্তারা বলেন, এরফান আলী ছিলেন একদিকে একজন সফল ব্যবসায়ীক। অন্যদিকে মানবিক মানুষ। যেকোন দুর্যোগ, দু:সময়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় মানুষের প্রতি।

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি ছিল তাঁর আলাদা দুর্বলতা।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে  নাগরিক স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক, জেলা অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, জেলা ফাইর্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আকবর হোসেন, জেলা ট্রাকট্যাংকলড়ি ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, জেলা অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা সড়ক পরিবহন মালিক গ্ৰুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসানসহ অন্যরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, সাংবাদিক শহীদুল হুদা অলক।
নাগরিক স্মরণসভা শেষে দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। 
উল্লেখ্য প্রয়াত মোঃ এরফান আলী ২০২৪ সালের ৩ নভেম্বর বাংলাদেশ  সময় বেলা ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বনামধন্য এই ব্যবসায়ী।   
সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে উঠা আসা দেশের ব্যবসা অর্থনীতির অন্যতম অংশীজন এরফান আলী। চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকরবাটী বারোরশিয়া এলাকায় ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন।  ১৯৮৩ সালে হাসকিং মিলে চাল উৎপাদনের মাধ্যমে সফল এই উদ্যোক্তার পথচলা শুরু হয়। ২০০১ সালে অটোমেটিক রাইস মিল নির্মাণের পরে মাত্র দুই যুগের ব্যবধানে গড়ে তোলেন একটি প্রতিষ্ঠিত গ্রুপ অব কোম্পানিজ। সেই উদ্যোগ সফল হলে দিন দিন এরফান গ্রুপের অগ্রযাত্রা আরও বেশি বিস্তৃত হতে থাকে। বর্তমানে এরফান গ্রুপের অধীনে উৎপাদন, সেবা ও বাণিজ্য খাতের বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৭ হাজার লোকের কর্মসংস্থার সৃষ্টির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে চলেছে এ শিল্প গ্রুপটি। 
পাঁচ দশকে এরফান আলী গ্রুপের ব্যবসা প্রসারিত করে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়, দেশীয় খাদ্য শিল্পকে নিয়ে গেছেন গতানুগতিক ব্যবসা গণ্ডির বাইরে।
এরফান আলী চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ছিলেন।
শুধু ব্যবসা নয়, সামাজিক দায়বদ্ধতা নিয়েও সচেতন ছিলেন প্রয়াত এরফান আলী। 


চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৩ নভেম্বর, ২০২৫