বিএনপির মনোনয়নবঞ্চিত শাহিন শওকতের সমর্থকদের সড়ক অবরোধ



চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মনোনয়নবঞ্চিত বিএনপি‘র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকতের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। 
রবিবার বিকালে বিএনপি'র প্রার্থী পরিবর্তনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট বাজার মিলিক মোড়ে
 অবস্থান নিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা। । এতে আটকে পড়ে আমদানী পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। 

জানা গেছে, গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে ২৩৭ জন সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ঘোষণা করা হয় বিএনপি চেয়ারপানসনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞার নাম। নাম ঘোষণা ৬দিন পর শিবগঞ্জের আপামর সর্বস্তরের জনগণ ব্যানারে শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি'র একাংশের নেতাকর্মীরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সোনামসজিদ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এক পর্যায়ে কর্মী-সমর্থকরা শিবগঞ্জ-সোনামসজিদ সড়কে বসে পড়েন এবং সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে দুই দিকে ছোট-বড় বিভিন্ন যানবাহন আটকে পড়ে। এরমধ্যে সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা আমদানি পণ্যবাহী ট্রাকও আটকে যায়। প্রায় আধাঘণ্টা পরে অবরোধ তুলে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 
বিক্ষোভকারীরা জানান, অধ্যাপক শাহজাহান মিঞাকে মনোনয়ন দেওয়ায় দলের ত্যাগী ও যোগ্য নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি, সৈয়দ শাহিন শওকতকে মনোনয়ন দেয়া হোক, যিনি তৃণমূলের নেতাকর্মীদের কাছে অধিক গ্রহণযোগ্য।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোহা: হায়াত উদ্দৌলা, বিএনপি নেতা এরশাদ আলী বিশ্বাস, মোঃ জিন্নুর রহমান, আহসান কবির টুটুল, জেলা  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমানসহ অন্যান্যরা।
বিএনপি নেতা এ্যাড. সৈয়দ শাহীন শওকতকে মনোনয়ন ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত শিবগঞ্জে বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, শাহিন শওকতের কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশের একটি টহলদল সেখানে যায় এবং অবরোধকারীদের অনুরোধ করে সড়ক থেকে সরে যাওয়ার জন্য। তিনি বলেন, অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল আবারও স্বাভাবিক হয়। 
এ ব্যাপারে সৈয়দ শাহিন শওকত বলেন, বিক্ষোভ বা সড়ক অবরোধের বিষয়টি আমার জানা নেই। তবে শিবগঞ্জে বিএনপি নেতাকর্মীরা আমাকে ভালোবাসেন-পছন্দ করেন। তারা জানেন বিএনপির জন্য শিবগঞ্জে কে বা কারা ডেডিকেটেড।  হয়তো এবারের প্রার্থী বছাইয়ে তাদের আকাঙক্ষার বা প্রত্যাশার প্রতিফলন হয়নি, তাই কর্মসূচি পালন করেছেন।  
শাহিন শওকত আরও বলেন, দলের হাইকমাণ্ড যে সিদ্ধান্ত নিয়েছেন সেটার বাইরে যাওয়ার সুযোগ নেই।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৯ নভেম্বর ২০২৫