চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু
চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
কর্মসূচিতে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। এর মধ্যে প্রথম দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। পরের দুই সপ্তাহ বিভিন্ন কমিউনিটিতে গিয়ে টিকা দেয়া হবে।
টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, টাইফয়ডের টিকা বাইরে থেকে বেশি দামে কিনতে হত। এখন বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। বাংলাদেশ ডায়রিয়া, রাতকানাসহ অনেক রোগ প্রতিরোধ করেছে। এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হবে।
উদ্বোধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এ, কে,এম, শাহাব উদ্দীন, জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক শুকলাল বৈদ্য, মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুলতানা পাপিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ ফারহানা হক।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ অক্টোবর ২০২৫

