২৩ নারী ফুটবলারকে সম্মাননা



জাতীয় পর্যায়ের দুটি টুর্নামেন্টে সাফল্য অর্জনকারী চাঁপাইনবাবগঞ্জের ২৩ জন নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও দুজন প্রবীণ ফুটবলার ও সংগঠককে আজীবন সন্মাননা প্রদান করা হয়েছে।
 শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের হাতে সম্মাননা তুলে দেয়। চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান প্রবাসী রেজা হায়াতের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেসমিন খাতুন। 
অনুষ্ঠানে জানানো হয়, দুটি জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে সাফল্য অর্জনকারী ১৮ জন অনূর্ধ্ব-১৪ ফুটবলারকে ১০ হাজার টাকা এবং ৫ জন অনূর্ধ্ব-১৭ ফুটবলারকে প্রত্যেকে ৫০ হাজার টাকা করে উপহার দেয়া হয়। নারী ফুটবলের কোচ সেতাউর রহমানকে ক্রেস্ট ও ২৫ হাজার টাকা দেয়া হয়। প্রবীণ ক্রীড়া সংগঠক ইসরাইল সেন্টু ও মজিবুর রহমান খানকে স্মারকসহ ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পৃষ্ঠপোষক প্রবাসী রেজা হায়াতের বড় ভাই ডা. আনোয়ার জাহিদ রুবেল উপস্থিত ছিলেন। তিনি নারী ফুটবলের উন্নতি হচ্ছে উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জের ফুটবলের প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, 
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জাহান, ডা. তড়িৎ কুমার সাহা, 
রোটারিয়ান আজাদুল হক আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তোফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটসের ভারপ্রাপ্ত সম্পাদক মারুফুল হক।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৩ অক্টোবর ২০২৫