ক্রীড়া দলের নতুন কমিটি ॥ চাঁপাইনবাবগঞ্জের খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের অভিনন্দন


বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের নতুন কমিটি গঠন হয়েছে। গঠিত আহবায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন দেশবরেণ্য দাবাড়ু নিয়াজ মোরশেদ এবং সদস্য সচিব হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়ার জাহেদ পারভেজ চৌধুরী। নতুন এই নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সাবেক বর্তমান খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকেরা।
চাঁপাইনবাবগঞ্জের সাবেক ফুটবলার মাহফুজুর রহমান মুকুল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়া নেতৃবৃন্দ বলেন, ‘নবগঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আরও সুসংগঠিত, গতিশীল ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্তের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে দেশপ্রেম, শৃঙ্খলা, নৈতিকতা ও জাতীয়তাবাদের আদর্শ প্রতিষ্ঠায় নতুন কমিটির ভূমিকা আগামী দিনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। জাতীয় ক্রীড়া ক্ষেত্রে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে এবং দেশপ্রেম ভিত্তিক ক্রীড়া আন্দোলনকে আরও শক্তিশালী করতে কমিটির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস প্রকাশ করেন’।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্রীড়া পরিবার নবনির্বাচিত আহবায়ক কমিটির প্রতি পূর্ণ আস্থা জানিয়ে, নতুন নেতৃত্বের অব্যাহত সাফল্য, ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হয়। 


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০ অক্টোবর, ২০২৫