সাপের কামড়ে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সাপের কামড়ে আতাউর রহমান (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পথে তার মৃত্যু হয়।  
মারা যাওয়া আতাউর রহমান সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের গোকুল এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।
 চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান বলেন, শনিবার সকালে জমিতে কাজ করার সময় আতাউর রহমানকে সাপে কাটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে গোদাগাড়ি এলাকায় তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ অক্টোবর ২০২৫