নাচোলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে ৬৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার কসবা ইউনিয়নের পুরাতন কাজলা রেল গেট এলাকাশ এ দুর্ঘটনা ঘটে। আমনুরা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আইনুল হক এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ভরসম্যহীন একবৃদ্ধা কাজলা বাজারসহ আশাপাশে ঘুরাফেরা করছিল। পুরাতন কাজলার রেল ক্রসিং থেকে প্রায় ২০০ গজ দূরে ট্রেনে কাটা পড়ে সেই নারীর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবরকে দিলে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আমনুরা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আইনুল হক জানান, খুলনা থেকে ছেড়ে আসা রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার মরদেহ উদ্বার করা হয়। বুধবার বিকেল পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয়ে শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ আগষ্ট ২০২৫

