ছেঁড়া ১০০ টাকার দ্বন্দ্বে আহত দোকানির মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরএলাকায় ছেঁড়া ১০০ টাকা আদান-প্রদানককে কেন্দ্র করে আহত দোকানি বাবুল হোসেন মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মৃত্যু হয় তার। ৫৫ বছর বয়সী বাবুল হোসেন শিবগঞ্জ পৌরএলাকার জালমাছমারি মহল্লার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, ২১ আগস্ট রাতে শিবগঞ্জের ইসরাইল মোড়ের মোয়াজ্জেম হোসেনের বিকাশের দোকান থেকে ২ হাজার টাকা উত্তোলন করেন আসাদুল। টাকা উত্তোলনের প্রায় দুঘণ্টা পর আসাদুল আবারও ওই দোকানে গিয়ে ১০০ টাকার একটা ছেঁড়া নোট দেয়া হয়েছে দাবি করে ওই টাকা ফেরত নেয়ার কথা বলেন। দোকানি মোয়াজ্জেম এতে নারাজ হলে দুজনই বাদানুবাদে জড়ান। ক্ষিপ্ত হয়ে দোকানি মোয়াজ্জেমকে শায়েস্তা করতে আসাদুল তার পক্ষের লোকজন জড়ো করে। একপর্যায়ে তাকে দোকানের ভিতর অবরুদ্ধ করে এলোপাথারি মারধর করে। এ সময় ভাইকে বাঁচাতে গেলে হামলার শিকার হন পাশের মুদি দোকানদার বাবুল হোসেন। তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কিছুটা সুস্থ্য হলে তাকে বাড়ি নিয়ে চলে যায় তার স্বজনরা। ঘটনার পাঁচদিন পর মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হলে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
নিহত বাবুল হোসেনের ভাই নজরুল ইসলাম বলেন, তুচ্ছঘটনাকে কেন্দ্র করে তিন ভাইয়ের উপর হামলা চালায় আসাদুল্লাহসহ তাদের দলবল। তাদের হামলার কারণে আমার ভাই মারা গেছে। এর সাঠিক ও সুষ্ঠু বিচার চায়।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মশিউর রহমান মানিক জানান, ‘রক্তশূন্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হয় বাবুল হোসেন। এর কিছুক্ষণ পরই পরীক্ষা-নিরীক্ষার একপর্যায়ে তার মৃত্যু হয়। রক্তশূন্যতার কারণে মৃত্যু বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।’
এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ‘১০০ টাকার একটি ছেঁড়া নোট নিয়ে ঝামেলা হলে আহত বাবলু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ আগষ্ট ২০২৫