রংপুরের রূপলাল ও প্রদীপ হত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন



রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকায় চুরির অপবাদে গণপিটুনিতে রূপলাল রবিদাস ও প্রদীপ রবিদাস হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা এ্যাডভোকেসি প্লাটফর্ম এর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কর্মসুচিতে বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষসহ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরার অংশ নেন। 
প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইসরাইল সেন্টু, এ্যাডভোকেসি প্লাটফর্মের সহ সভাপতি মনোয়ার হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক কর্ণেলিউস মুর্মুর।
সমাবেশে বক্তারা, গত ৯ আগস্ট তারাগঞ্জের বুড়িরহাটে রূপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসের হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনাসহ নিহতদের পরিবার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
মানববন্ধন শেষে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ আগষ্ট ২০২৫