বটতলা হাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে মুহিন(১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট মীরের পুকুরে ডুবে মারা যায়।
মারা যাওয়া মুহিন ওই এলাকারই জয়নগর মিরপাড়ার আব্দুল মতিনের ছেলে।
সাবেক কাউন্সিল আব্দুল বারেক ও
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিমক ফিরোজ জানান, দুপুরে মীরের পুকুরে মুহিন
গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুহিনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২১ আগষ্ট ২০২৫

