চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জ পদ্মা ও মহানন্দার বন্যার পানিতে আপন দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরমোহনপুর চকপাড়া ও সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা দশরশিয়া গ্রামে পৃথক এ ঘটনা ঘটে। 
মারা যাওয়া শিশুরা হলো— চরমোহনপুর চকপাড়ার খোকনের ছেলে আরিয়ান (৪) ও তার চাচাতো ভাই কাউসার আলী লিটনের ছেলে মোজাহিদুর রহমান (৭) এবং জেলার শিবগঞ্জের চরপাঁকা দশরশিয়া গ্রামে শরিফুল ইসলামের ছেলে সাঈদ (১৩ মাস)।
পুলিশ ও স্থানীয় জানায়,  উজানের ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে মহানন্দা নদীর পানি বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল ডুবে গেছে। দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশে ডোবায়  মাছ ধরতে গিয়ে মোজাহিদুর ও আরিয়ান পড়ে ডুবে যায়।  পরে জানতে পেরে পরিবার ও স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 
এদিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা খাতুন বলেন-শিশু ২টিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বলেন- মাছ ধরতে গিয়ে দুই শিশু ডুবে মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় শিশুদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। 
অন্যদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যার পানিতে ডুবে ১৩ মাস বয়সী সাঈদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 
পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জানান, সকালে সাঈদ পরিবারের অগোচরে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন ওই স্থান থেকে সাঈদকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বন্যার পানিতে  ডুবে সাঈদ নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ আগষ্ট ২০২৫