নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে গর্ভবতী নারীর মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে  সাদিয়া (২০) নামে একগর্ভবতী নারীর
মৃত্যু হয়েছে। বধুবার বিকালে নাচোল উপজেলার  ফতেপুর ইউনিয়নের কাতলাকান্দইর গ্রামের এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া সাদিয়া ওই গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান,  বিকালে সাদিয়া বাড়ির আঙিনায় ভুলবশত বৈদ্যুতিক তার কাপড় শুকাতে দেয়। এ সময় সে বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৩ জুলাই ২০২৫