নাচোলে ভুটভুটি উল্টে চালক নিহত

 


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুটভুটি উল্টে জুয়েল রানা (৪৫) নামে এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে নাচোল উপজেলার  নিজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 
 নিহত জুয়েল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আজগড়া এলাকার মৃত জাইগীর হোসেনের ছেলে। 
 নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম জানান,  সকালে জুয়েল নামে এক ভুটভুটি চালক আম পাড়ার শ্রমিক নিয়ে রাজশাহীর কাকনহাট ললিত নগর যাচ্ছিল। পথে নাচোল টু আমনুরাগামী সড়কের ফুলকুঁড়ি মোড়ে ভুটভুটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে চালকসহ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মনিরুল। 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ জুলাই ২০২৫