চাঁপাইনবাবগঞ্জে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ



দেশে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।  মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক ইউসুফ রাজা ও সদস্য সচিব সাদ্দাম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য নাজিব ওয়াদুদ, জাকির হোসেন, আকতারুজ্জামান।
সমাবেশে বক্তারা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে মব সৃষ্টিকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ জুলাই ২০২৫