অটোবাইক শ্রমিক সোসাইটির পরিচিতি সভা
চাঁপাইনবাবগঞ্জে অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের শান্তি মোড়ের সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সভাপতি মো. মেসবাউল হক মেসের ও সাধারণ সম্পাদক শাহীন আক্তারসহ অন্যরা। এরআগে গত ২৬ জুন চাঁপাইনবাবগঞ্জ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইনসুর আলী। নতুন কমিটির পরিচিতির এই সভায় আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা প্রত্যয় ব্যক্ত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ জুলাই ২০২৫

