চাঁপাইনবাবগঞ্জে ডোবা থেকে মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিলের পানি নিস্কাশনের ডোবা থেকে ঢেনা মুর্মু (৫০) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে নাচোল উপজেলার ঝিকরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া ঢেনা মুর্মু একই উপজেলার পীরপুর সাহানাপাড়ার বদ্ধাই মুর্মুর ছেলে।
পুলিশের দাবি অতিরিক্ত মদ পান করে ডুবে মারা গেছেন তিনি।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সন্ধ্যায় ডোবায় মরদেহ ভাসতে দেখে
স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ডোবা থেকে ঢেনার মরদেহ উদ্ধার করে। ঢেনা গত ৭ জুলাই তার ভাগ্নির মেয়ের বিয়ে অনুষ্ঠান শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিল।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ পান করেন ঢেনা। পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ডোবায় গিয়ে ডুবে মারা যায়।
এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১০ জুলাই ২০২৫

