চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত













চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ও গোমস্তাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।  এ সময় ৩ জন আহত হয়। 
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পৃথক সড়ক দুর্ঘটনায় এই দুই নিহত হয়। 
নিহতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম (৩০) ও গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া  ইউনিয়নের দরবারপাড়া গ্রামের শাকিমের মেয়ে সাকিলা (৯)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, আয়েশাসহ ৩ জন মোটরসাইকেলে করে বাবার বাড়ি থেকে  স্বামীর বাড়ি যাচ্ছিল। পথে সুন্দরপুর ইউনিয়নের হরিবনা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় কাকরা (ট্রাক্টর) গাড়ির সাথে আয়েশার মাথায় ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। 
এদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রাকিবুল ইসলাম তার ভাতিজি সাকিলাকে নিয়ে মোটরসাইকেল যোগে রহনপুর আসছিল। পথে রহনপুর-বোয়ালিয়া সড়কের কাঞ্চনতলা এলাকার ইউনিয়ন ভুমি অফিসের সামনে প্রধান সড়কে ওঠার সময় ভুটভুটি ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন  গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। 
ওসি আরও জানান,  এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য 
 রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৯ মে ২০২৫