ছয় দফা দাবিতে তিন ঘন্টা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ



২০২১ সালে নিয়োগ হওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের  বাতিল ও নিয়োগ বিধি সংশোধনসহ ছয় দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে তিন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।



 বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বারঘরিয়ায় অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা সেতু) উপর অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। 
 সড়ক অবরোধের ফলে মহসড়কের দু’ ধারে সোনামসদি স্থল বন্দর থেকে ছেড়ে আসা পন্যবাহি যানসহ ব্যাপক সংখ্যক যানবহন আটক পড়ে। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েন সাধারণ মানুষ। 
প্রায় তিন ঘন্টা পর জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে আলোচনা শেষে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।  



কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে বিক্ষোভকালে শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধভাবে দেওয়া পদোন্নতির রায় হাইকোর্ট থেকে বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। এর পরিবর্তে উন্নত বিশ্বের মতো চার বছর মেয়াদি, মানসম্পন্ন কারিকুলাম চালু করে একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে পরিচালনার নিশ্চিত করাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ এপ্রিল ২০২৫