২৮ মে থেকে চীনে আম রপ্তানি শুরু: রপ্তানি উন্নয়ন ব্যুরো



আগামী ২৮ মে থেকে চায়নাতে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম রপ্তানি শুরু হবে বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনে আম রপ্তানিকারক ও আম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায়  এই কথা বলেন তিনি ।

তবে আম রপ্তানির ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে জানান আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আম পরিশোধনের জন্য হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট লাগবে, সে জায়গা থেকে আমরা চাঁপাইনবাবগঞ্জে ১০টি হটওয়াটার প্লন্ট দিব, বাকিগুলো আপনারা ম্যানেজ করবেন। আম পরীক্ষার জন্য একটি কোয়ারেন্টাইন কেন্দ্র দরকার। সে জন্য কৃষিমন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীতে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিজের ব্যবস্থা করা হবে। প্রসেসিং বা প্যাকেজিংটাও হবে। পাশাপাশি রাজশাহী বিমানবন্দর থেকে কার্গোবিমানে কমখরচে আম পরিবহন করা যায় কিনা সে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’

আমকে প্রক্রিয়াজাতকরণের বিরাট সম্ভাবনা আছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশে ২৫ থেকে ২৬ লাখ মেট্রিক টন আম উৎপাদন হচ্ছে। ফ্রেশ আমের পাশাপাশি আমকে প্রক্রিয়াজাতকরণ এবং প্রসেসিংয়ের কাজে উদ্যোক্তাদের উদ্যোগ নিতে হবে। তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন নতুন পদ্ধতি বের করতে হবে। আমাদের তরফে যা যা সহযোগিতা দরকার তা আমরা করব। পুঁজির বিনিয়োগের ব্যাপারে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করব। তা ছাড়া কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব।

ভারতের নিষেধাজ্ঞার সিদ্ধান্তে শুধু বাংলাদেশ একা ক্ষতিগ্রস্ত হচ্ছে না উল্লেখ্য করে অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার সিদ্ধান্তে শুধু বাংলাদেশ একা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এটি পাশের দেশের ব্যবসায়ীদের উদ্বেগেরও কারণ; এ নিয়েও তারাও উদ্বিগ্ন।
এ বিষয়ে যেসমস্ত সেক্টর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের নিয়ে আলোচনায় বসেছিলাম। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এ নিয়ে আলোচনাও করবে।’

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মোহাম্মদ শাহজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক ইকতেখারুল ইসলাম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন। আম চাষিদের মধ্যে বক্তব্য দেন বরেন্দ্র কৃষি উদ্যোগের মুনজের আলম মানিক, আহসান হাবীব, ইসমাইল খান শামীমসহ অন্যরা।

আম উৎপাদন ও রপ্তানির বিদ্যমান অবস্থা সরেজমিন পরিদর্শনের লক্ষ্যে সকালে শিবগঞ্জে রপ্তানিযোগ্য ২টি আমের বাগান পরিদর্শন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।

এছাড়াও তিনি হরিনগরে সিল্ক কারখানা ও শো-রুম পরিদর্শন করেন। পরে স্থানীয় উৎপাদকদের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে তথ্য আহরণ ও এসব প্রতিবন্ধকতা দূরীকরণের ক্ষেত্রে করণীয় বিষয়ে মতবিনিময় করেন

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ মে ২০২৫