রহনপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত



চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে রহনপুর রেলওয়ে স্টেশন জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার দূরে হিরোপাড়া রেল ক্রসিং এলাকায় ট্রাক্টর চালিয়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল  রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার মৃত নূর মোহাম্মদের ছেলে। 
 গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার রাকিব উদ্দিন ও রহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার মামুন জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে হিরুপাড়া এলাকায় ট্রাক্টর চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন আবুল। এসময় না বুঝে রেললাইনের রাস্তা পার হওয়ার জন্য উঠলে ট্রাক্টরটি আটকে যায়। রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুর কমিটার ট্রেনটি ট্রাক্টরটি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আবুল মারা যান।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ মার্চ ২০২৫