চাঁপাইনবাবগঞ্জে ২ লাখ ৩২ হাজার ৮৪৮ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল
আগামী শনিবার (১৫ মার্চ ) চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২ লাখ ৩২ হাজার ৮৪৮ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল।
সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. এ কেএম শাহাব উদ্দিন।
সিভিল সার্জন বলেন, এবারের ক্যাম্পেইনে চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে ১ হাজার ২০৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২৮ হাজার ৩৩৯ শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ৪ হাজার ৫০৯ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ১৯১ জন স্বাস্থ্য কর্মী, ১৭৯ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং ২ হাজার ৪১২জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের ইমামরা 'এ' প্লাস ক্যাপসুল সম্পর্কে অবহিত করতে মুসল্লিদের মাঝে প্রচারণা চালাবে। এছাড়াও কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাদ পড়া শিশুদের ক্যাপসুল খাওয়ানো যাবে। ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমানোসহ চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি হয় বলে সাংবাদিকদের জানান সিভিল সার্জন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. কামাল উদ্দিন। তিনি বলেন-ভিটামিন এ প্লাস খাওয়ানোর ফলে কোনো কোনো শিশুর বমি ভাব বা পাতলা পায়খানা হতে পারে। তবে তাতে ভয়ের কোনো কারণ নেই।
মতবিনিময় সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১০ মার্চ ২০২৫