নাচোলে অপারেশন 'ডেভিল হান্টে' অভিযানে ৪ জন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অপারেশন 'ডেভিল হান্ট' অভিযানে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নাচোল উপজেলার রাজবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নাচোল রাজবাড়ি এলাকার হানিফ মন্ডলের ছেলে শাহাবুদ্দিন (৫৫), একই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মসিদুল (৫০), মৃত ইউনুসের ছেলে জব্দুল হক (৫০) ও ভোলামোড়ের হাবিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০)।
গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানিয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, রাতে অপারেশন 'ডেভিল হান্টে' অভিযান চালিয়ে ৪জনকে গ্রেফতার করা হয়। বিস্ফোরক মামলায় তাদেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ মার্চ ২০২৫