চাঁপাইনবাবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের প্রতিবাদ ও মামলার দ্রুত বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে শিবগঞ্জ উপজেলায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বিভিন্ন গ্রামের মানুষ যোগ দেন। এ সময় ওই শিশুর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন রেজাউল করিম, বেনিয়ামিন নবিন, পলাশ মাহমুদসহ অন্যরা।
বক্তারা বলেন, একজন বাকপ্রতিবন্ধী শিশুও ধর্ষণের হাত থেকে রেহাই পায়নি। এ অমানবিক ঘটনার দ্রুত বিচার করতে হবে। পাশাপাশি ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয় মানববন্ধন থেকে।
গত ১৪ মার্চ একটি আম বাগানে ধর্ষণের শিকার হয় ওই প্রতিবন্ধী শিশুটি। ঘটনা পর স্থানীয়রা অভিযুক্ত তিন শিশু-কিশোরকে আটক করে পুলিশে দেয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন শিশুর বাবা। ঘটনার পর থেকে অসুস্থ শিশুটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ মার্চ ২০২৫