চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজন নিহত



চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদি হাসান সবুজ (২৭) নামে এক সংবাদ কর্মীর মৃত্যু হয়েছে।  শনিবার সকল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা রেললাইনের হোসেনড্যাইং এলাকায় এ ঘটনা ঘটে। 
মারা যাওয়া সবুজ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল গ্রামের মাহবুব ইসলাম বাবুর ছেলে ও  দেশ বুলেটিন পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আমানত উল্লাহ ও রেলওয়ে পুলিশের এসআই আশীষ সরকার জানান, রাজশাহৗ থেকে ছেড়ে আসা শাটল-১ ট্রেনটি শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হোসেনড্যাইং রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনে সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত মেহেদি হাসান সবুজ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সবুজকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফজর আলী জানান,  অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রæত তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
নিহতের চাচাতো ভাই জসিম উদ্দিন জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরই সবুজের মৃত্যু হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৯ মার্চ ২০২৫