নাচোলে চোরাই মোটরসাইকেল কেনা বেচার দায়ে গ্রেপ্তার ৩
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চোরাই মোটর সাইকেল কেনা বেচার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে নাচোল থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিপল্লি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-জেলার নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের মৃত কা¦রী নওশাদ আলীর ছেলে তারিক আহমেদ (৩৭), সদর উপজেলার গোবরাতলা গ্রামের মো. একরামুল হকের ছেলে মো. এরফান রেজা (৩৬) ও একই গ্রামের মো. আবু বাক্কারের ছেলে মো. আরিফুল ইসলাম (২৮)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন- ফতেপুর ইউনিয়নের পাখিপল্লি এলাকায় একটি বাগানের মধ্যে একটি ভাঙ্গাচোরা মোটর সাইকেল বেচাকেনা হচ্ছিল। এসময় সেখা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা মোটর সাইকেলটির কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ মার্চ ২০২৫