চাঁপাইনবাবগঞ্জে ভোটার দিবস পালিত



তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলে মিশে-এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।  রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ভোটার দিবসের উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 
জেলা নির্বাচন অফিসার মো, রেজাউল করিমের সভাপতি অনুষ্ঠিত ভোটার দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা,  অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামানিক, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আসাদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক আব্দুর রাহিম।
জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এই কর্মসূচির আয়োজন করে। 

অনুষ্ঠানে জানানো হয়, জেলায় পূর্বের ভোটার রয়েছেন ১৩ লাখ ৬৬ হাজার ৮৭৬ জন। নতুন করে গত ২০২৪ সাল থেকে গতকাল রবিবার পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ২২ হাজার ২৩১ জন। এছাড়াও বতর্মানে নতুন ভোটার হালনাগাদ চলছে এবং হালনাগাদ শেষে আরো প্রায় ৬৬ হাজার ভোটার যোগ হবে বলে জেলা নির্বাচন অফিসার জানিয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ মার্চ ২০২৫