ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ



সারাদেশে সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করেছে ইসলামি ছাত্র আন্দোলন।
শুক্রবার বিকালে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে জেলা শহরের বিশ্ব রোড মোড়ে শাহ নেয়ামতুল্লাহ কলেজ গেটের সামনে এই সমাবেশ করা হয় । 
সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, জেলা শাখার সাবেক সভাপতি আলী আহমেদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সূরা সদস্য আসিফ আল মাহমুদ, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি শামসুল হক। বক্তারা ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবি জানান। 
পরে শাহ নেয়ামতুল্লাহ কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শান্তির মোড়ে গিয়ে শেষ হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ মার্চ ২০২৫